অনলাইনে মামলার তারিখ বা কেসের তারিখ চেক করবেন যেভাবে

তথ্য প্রযুক্তির যুগে আপনি চাইলে আপনার মামলার বা কেসের তারিখ আপনার মোবাইল বা কম্পিউটার দিয়ে ঘরে বসেই দেখতে পারবেন। ফলে আপনার মামলার উকিল বা মহুরী আপনাকে ভগি বা ফলস তারিখ দিয়ে ঠকাতে পারবেন না। অনলাইনে মামলার তারিখ দেখতে  চাইলে আপনার মোবাইল বা কম্পিউটারে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। এর পরে স্টেপ গুলো নিচে আমি পর্যায়ক্রমে তুলে ধরা হলো। 

প্রথমে আপনি যেকোন একটি ডিভাইসে ইন্টারনেট সংযোগ বা ডাটা চালু করে যেকোন একিট ব্রাউজার যেমন গুগল ক্রম, মজিলা ফায়ার ফক্স ইত্যাদির যেকোন একটি ওপেন করে সার্চ বারে গিয়ে নিচের ইউআরএল টি কপি করে পেষ্ট করে ইন্টার প্রেস করবেন। ইউআরএলটি হল  অনলাইনে মামলার তারিখ চেক 

এবার সাইটটি ওপেন হলে আপনার বিভাগ, জেলা, থানা এবং আদালত নির্বাচন করে আপনার মামলা নাম্বার দিয়ে  সাচ দিন তাহলে আপনি আপনার কাংখিত ফলাফল পেয়ে যাবেন। 

আপনার যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিচের দেওয়া ভিডিও দেখতে পারেন, ভিডিওতে সবকিছু সহজ করে দেখানো হয়েছে। 

Previous Post